দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- “জীব সেবায় শিব সেবা” – ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণীকে অনুসরণ করে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের কালী পুজো উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে আজ সকালে এক বিরাট নরনারায়ণ সেবার আয়োজন করা হলো, গতকাল বিকেল থেকে ক্লাব প্রাঙ্গনে এই নরনারায়ন সেবার আয়োজন শুরু হয়। আজ সকাল ন’য়টা থেকে এই নরনারায়ণ সেবা শুরু হয়। এবার পাঁচ হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ন সেবা দেওয়া হয়। এমনটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ।
ঠাকুর রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত বালুরঘাটের ক্লাব, কালীপুজোয় বিরাট নরনারায়ণ সেবায় ভক্তদের ভিড়।












Leave a Reply