জমি বিবাদে বাঁশ, শাবল ও লাঠি দিয়ে হামলা, হিলি থানায় লিখিত অভিযোগ।

হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের সীমান্তবর্তী জামালপুর গ্রাম। জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য কথাকাটাকাটি থেকেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে দুই পক্ষ একে অপরের উপর বাঁশ, শাবল ও লাঠি নিয়ে হামলা চালায়।

ঘটনার জেরে গুরুতরভাবে আহত হন বিশ্বজিৎ নুনিয়া (৩০) ও তার মা গায়েত্রী নুনিয়া (৬০)। বিশ্বজিতের মাথা ও শরীরে একাধিক স্থানে আঘাত লাগে বলে জানা গেছে। আহতরা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে হিলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের পরিবারের পক্ষ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল, যা শুক্রবার হঠাৎই সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।জমি বিবাদ ঘিরে শান্ত গ্রামের অশান্তি ছড়িয়ে পড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *