বীরপাড়ায় ছট পুজো ঘিরে উন্মাদনা, হাজারো ভক্তের জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা।

বীরপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ— আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই অনুষ্ঠিত হতে চলেছে লোকআস্থার মহোৎসব ছট পূজা। আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ায় প্রতি বছরের মতোই এবছরও উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর গেরগেন্ডা নদীর তীরে হবে এই পূজা।

পূজা উপলক্ষে চলছে ঘাট তৈরির ব্যস্ততা। ছট পূজা কমিটির চেয়ারম্যান বিজয় কুমার সিং জানান, এবছর প্রায় ৮০০টি ঘাট তৈরি করা হচ্ছে। এছাড়াও থাকছে মেলা, গঙ্গা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান— যেখানে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে শিল্পীরা অংশ নেবেন। ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকবে ভাণ্ডারার (অন্ন বিতরণ)-এর ব্যবস্থা।

শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শনে এসে স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা বলেন,

> “প্রতি বছরের মতোই এ বছরও খুব সুন্দরভাবে ছট পূজা সম্পন্ন হবে বলে আশা রাখছি।”

 

অন্যদিকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ঘাটে আসেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার রঘুবংশী। সঙ্গে ছিলেন বীরপাড়া থানার ওসি নয়ন দাস। পুলিশ সূত্রে জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সূর্য দেবতার আরাধনার এই মহাপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও পূজা কমিটি যৌথভাবে কাজ করছে। ঘাট তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *