দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় এলাকায় জ্ঞানদেও পাণ্ডের বাড়ির ছাদে পুকুর তৈরি করে এক অভিনব ছট পুজোর আয়োজন হতে দেখা গেল। এই অভিনব ছট পুজোর বিষয়ে জ্ঞানদেও পাণ্ডের বড় ছেলে বিকাশ পান্ডে জানিয়েছেন – প্রথমত ২০২০ সালে করোনার কারণে পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে এবং দ্বিতীয়ত তার বাবাও দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, তার অসুস্থ বাবাকে ছট পুজো দেখানোর উদ্দেশ্যেই ২০২০ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে বাড়ির ছাদেই এই অভিনব ছট পুজোর আয়োজন করে আসছেন।
করোনাকালে শুরু, এখন ঐতিহ্য — বালুরঘাটে ছাদে ছটপুজোয় ভক্তির নতুন দৃষ্টান্ত।












Leave a Reply