বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুরে শনিবার অনুষ্ঠিত বিজেপির প্রস্তাবিত কর্মসূচি ‘বিজয় সংকল্প সভা’-য় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দেন— ২০২৬ সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে এবং দক্ষিণ দিনাজপুরের ছয়টি বিধানসভা আসনে বিজেপি জয়ী হলে এই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শুভেন্দুর এই ঘোষণাকে ঘিরেই রবিবার তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস।
বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান নেতা সুভাষ চাকি বলেন, বিজেপি এখন কেন্দ্রীয় সরকারে রয়েছে। তাদের হাতে টাকার অভাব নেই। যদি সত্যিই মানুষের স্বার্থে কাজ করার ইচ্ছা থাকত, তাহলে ২০২৬ সালে ক্ষমতায় আসবে কি আসবে না, সেই অপেক্ষা না করে এখনই দক্ষিণ দিনাজপুরে দিল্লির এমস-এর আদলে একটি হাসপাতাল গড়ে তুলতে পারত।
তিনি আরও বলেন, বালুরঘাটের ভূমিপুত্র বলে দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদি তিনি সত্যিই জেলার উন্নয়ন চান, তাহলে কেন্দ্রের কাছ থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আনতে পারতেন। কিন্তু তিনি তার বদলে ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন বলে দাবি করছেন— আদৌ সেই টাকা দেওয়া হয়েছে কি না, তা ঈশ্বরই জানেন।
রেলওয়ের অমৃত ভারত স্টেশন প্রকল্প প্রসঙ্গে চাকি বলেন, এই স্টেশনের কাজের সঙ্গে যদি একটি রেল হাসপাতাল তৈরি করা হতো, তাহলে সাধারণ মানুষের সুবিধা হতো। কিন্তু সেটাও হল না।
সুভাষ চাকি আরও কটাক্ষ করে বলেন, সুকান্ত বাবু একবার বলেন গুয়াহাটিতে ট্রেন চালাবেন, আবার বলেন ব্যাঙ্গালোরে চালাবেন— কিন্তু এখনও পর্যন্ত কোনোটাই বাস্তবায়িত হয়নি। এর জবাব জনগণের কাছে নয়, তাঁকেই দিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির যথাযোগ্য জবাব দেবেন।












Leave a Reply