ব্রাউন সুগার চক্রের মূলচক্রী হাসমত পুলিশের জালে, গ্রেফতার আরও দুই সহযোগী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – আবারো বড় সাফল্য মালদা জেলা পুলিশের । কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেপ্তার মাদক পাচারকারবারি কিং পিং। মালদা পুলিশের জালে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখ-কে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও। মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড মনিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমত। এরআগেই হাসমত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখ- কে। সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এরাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের। মনিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে হাসমতের। মাত্র ২৭ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমত। সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে। প্রচুর নামী, বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমত। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মালদা পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে যায়।
হাসমাতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোও। হাসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায়। ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *