দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট টাউন ক্লাবের ১২৫তম বর্ষ উপলক্ষে আগামী ২৯শে অক্টোবর থেকে বালুরঘাট টাউন ক্লাব মাঠে মিলিনিয়াম নক আউট চ্যাম্পিয়ান ট্রফি ও গজানন্দ জাজোরিয়া রানার্স কাপ নক আউট দিবা রাত্রি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। আটটি ফুটবল টিম অংশগ্রহণ করবে। আজ বালুরঘাট টাউন ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন ক্লাবের সহ সভাপতি প্রণব কুমার দাস। তিনি আরো জানান প্রথম দুই টি ম্যাচ দিবা রাত্রিতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল রাত্রে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি পুরস্কার মূল্য থাকছে এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা রার্নাস ট্রফির পাশাপাশি থাকছে পুরস্কার মূল্য এক লক্ষ টাকা।
১২৫ বছরের ঐতিহ্যে নতুন রঙ, বালুরঘাটে শুরু গজানন্দ জাজোরিয়া রানার্স কাপ ফুটবল টুর্নামেন্ট।












Leave a Reply