মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু জানান, এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন। দলের তরফ থেকে আমাদেরও বেশ কিছু তথ্য জানার ছিল। সেসব উত্তর আমরা পেয়েছি।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানান, এসআইআর ফর্ম ফিল-আপ করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেসব বিষয়ে আমরা জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি।
SIR ফর্ম ফিল-আপে জটিলতা—সমাধানে উদ্যোগী জেলা প্রশাসন।












Leave a Reply