মালদা, নিজস্ব সংবাদদাতা:— কটুক্তি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একেই পরিবারের তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালশুড় কাশ্মিরটোলায়। জখম হয়েছে দুই ভাই আব্দুল আলিম ও আলাউদ্দিন সেখ এবং আলাউদ্দিনের মেয়ে মানুয়ারা খাতুন (১৬)। মারধর করার অভিযোগ উঠেছে তিন ভাই সরিফ আলি,মহম্মদ শুকুরুদ্দিন ও নজরুল হক সহ আট জনের বিরুদ্ধে। তারা সম্পর্কে মাসতুতো ভাই। যদিও কটুক্তি করার অভিযোগ অস্বীকার করেছেন সরিফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন (১৩) মাঠে ধান দেখতে গিয়েছিলেন। অভিযোগ, আকমলকে শুনিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলেন সরিফ। বাড়িতে এসে মাকে জানান কিশোর। সন্ধ্যায় সরিফ কে বলতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সরিফরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়ে এলোপাথাড়িভাবে তিনজনকে কোপাতে শুরু করে। গুরুতরভাবে জখম করে দেয়। পরিবারের লোকেরা তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাদেরকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক অভিযুক্ত নজরুলের স্ত্রী সায়েরা বিবিকে গ্ৰেফতার করেন পুলিশ।
নোংরা মন্তব্যের জেরে উত্তেজনা! তুচ্ছ বাকবিতণ্ডায় রক্তাক্ত তিন — অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ।












Leave a Reply