বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- সরকারি সাহায্যে চলছে পরিবার। রাজ্য সরকারের নানান প্রকল্পের ভাতা পেয়ে বেঁচে রয়েছে পূর্ব চকরামের শুচি বালা বর্মনের পরিবার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জনদরদী প্রকল্পগুলির সুবিধা পাচ্ছে রাজ্যের নানান প্রান্তের সাধারণ মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলাতে মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলির সুবিধা পেয়ে যেমন অনেকের সমস্যা দূর হয়েছে। তেমনি বালুরঘাট ব্লকের চকরাম গ্রামের সূচি বালা বর্মনের দরিদ্র পরিবার বেঁচে থাকতে সম্পূর্ণ নির্ভরশীল সরকারি এই ভাতার উপরে।
সূচি দেবীর স্বামী বিগত কয়েক বছর আগেই মারা গেছেন। ছেলে, বোমা ও নাতি নিয়ে সংসার। হীনদরিদ্র এই পরিবারের উপার্জন করার মতন কেউ নেই। ছেলে ও ছেলের বউ দুজনেই বিশেষ ভাবে শারীরিক সক্ষম। এমন পরিস্থিতিতে বর্মন পরিবারকে ঈশ্বরের ন্যায় বাঁচিয়ে রেখেছে রাজ্য সরকারের নানান প্রকল্প। সূচি দেবী বিধবা ভাতা ও লক্ষীর ভান্ডার থেকে মাসে ২০০০ টাকা পান। ছেলে ও ছেলের বউ প্রতিবন্ধী হওয়ায় দুজনেই এক হাজার টাকা করে পায় সরকারের তরফে। সকলের মিলিয়ে চার হাজার টাকায় মাস গুজরান করছে বর্মন পরিবার। তাদের আশা আগামীতে পাশে দাঁড়াবে সরকার।












Leave a Reply