মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মলদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বাঁধপাড়া বিল থেকে পরিযায়ী শ্রমিকের এক ব্যক্তির ভাসমান দেহ উদ্ধার। হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রণব কর্মকার (৪৩)। পেশায় তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক থেকে দেড় মাস আগে তিনি বাড়িতে ফিরেছিলেন। আবার কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা ছিল। গত দু’দিন ধরে তিনি বাড়িতে ফিরছিলেন না। পরিবারের লোকজন অনুমান তিনি হয়তো আবার কাজের জন্য বাইরে চলে গেছেন।
এদিকে বুধবার সকালে হঠাৎ এলাকাবাসীর নজরে আসে বাঁধপাড়া বিলে তার ভাসমান দেহ জলে পরে রয়েছে । বিষয়টি চোখে পড়তেই এলাকায় হৈচৈ পড়ে যায়।
খবর দেওয়া হয় হবিবপুর থানায়, খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যাই এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠাবেন। কীভাবে তিনি জলে পড়ে মৃত্যু হলো, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply