নিজস্ব সংবাদদাতা, মালদা:—-আবাস যোজনায় কাটমানি দেওয়ার পরেও ঘর পাননি বাসিন্দারা। বারবার প্রদানের কাছে দ্বারস্ত হয়েছেন বাসিন্দারা। কিন্তু তারপরেও ঘর পাওয়ার বিষয়ে কোনো সঠিক উত্তর মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার ছেলেকেই আবাস যোজনা ঘরের জন্য টাকা দিয়েছিলেন বাসিন্দারা। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আগামী জুলাই মাসে ভোট। কিন্তু তারপরেও ঘর না পেয়ে অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। প্রাক্তন প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে রবিবার সকাল থেকে মালদহের বুধিয়া বাস স্ট্যান্ডে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। এদিন রাস্তায় বাস ফেলে অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা।
মালদহের ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মজিবুর রহমান আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় তিন থেকে ৪০০ পরিবারের কাছ থেকে নিয়েছিল বলে অভিযোগ। কিন্তু তারপরেও আবাস যোজনার ঘর পাননি বাসিন্দারা। তাই টাকা ঘুরিয়ে নেওয়ার দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা।