উন্নয়নকে হাতিয়ার করে ভোট ময়দানে দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের বড় বাগানের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলেয়া মোল্লা।

0
1132

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে এ বছর বিন্যাসের ফলে ২৭ টি গ্রাম সভার সদস্য হয়েছে। এই ২৭ টি মধ্যে ২২ থেকে ২৫ টা তৃণমূল কংগ্রেসের দখলে রাখতে পারবেন এমনই আশাবাদী দক্ষিণ সাঁকরাইল গোরাবাগান এলাকার তৃণমূল কংগ্রেসের গ্রাম সভার মহিলা প্রার্থী আলেয়া মোল্লা। মূলত সিপিএমের সঙ্গে তার কনটেস্ট। গত বছর এই বুথে সিপিএমে প্রার্থী জয়ী হয়েছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে যাবেন এলাকা পানীয় জল, রাস্তাঘাট এবং বিদ্যুতের উন্নয়নকে হাতিয়ার করে। গ্রামের অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছালেও রাস্তাঘাটে আলো নেই তাই তিনি রাস্তাঘাটে আলো ভরিয়ে দেবার অঙ্গীকারে সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন এমনই বললেন। সর্বোপরি সরকারের বিভিন্ন প্রকল্প যে সকল মানুষরা পাচ্ছেন না তাদের কাছে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য থাকবে এই আলেয়া মোল্লার। এলাকাবাসীরা আশা করছেন তিনি এ বছর সিপিএমকে হারিয়ে পঞ্চায়েতে তৃণমূলের একটি সিট বাড়াবেন। দেওয়াল লিখনের পাশাপাশি এলাকা প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থী। তার সঙ্গে তার স্বামী সহ এলাকার তৃণমূল কর্মীরা লাগাতার প্রচারে অংশগ্রহণ করছেন। এখন দেখার আলেয়া মোল্লা সিপিএমের হাত থেকে শীট টা জনগণের ভোটের মাধ্যমে ছিনিয়ে আনতে পারেন কিনা সেই দিকে তাকিয়ে আপামর এলাকার ভোটাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here