দেশপ্রাণ ব্লক এলাকার বসন্তিয়া গ্রামে একটি ঝোপের মধ্যে পরিতক্ত বাড়ির ভেতর থেকে বিভিন্ন ধরনের বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

0
71

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লক এলাকার বসন্তিয়া গ্রামে একটি ঝোপের মধ্যে পরিতক্ত বাড়ির ভেতর থেকে বিভিন্ন ধরনের বোমা উদ্ধার। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁথি থানার পুলিশ পৌঁছে বোমা উদ্ধারের পাশাপাশি বোমা তৈরির সামগ্রী উদ্ধার করে। এই ঘটনায় আটক করেছে একজনকে পুলিশ ঘটনাস্থল থেকে। লাল রঙের বোমা প্রায় ১০ টি এছাড়া সুতলি দড়ির বাধা বোমা সেগুলো প্রায় দশটি আরো উদ্ধারের কাজ চলছে। তবে এগুলো কি ধরনের বোমা সেগুলো এখন কষ্ট নয়। ঘটনা কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে বসন্তীয়া এবং চালতি বর্ডারের ঝোপের মধ্যে বাহির থেকে এসে দুজন ব্যক্তি বোম বাঁধছিল, স্থানীয় মানুষ দুজন কে ঘিরে ধরে। জানা গেছে এই দুজন ব্যক্তির মধ্যে এক জনের বাড়ি দারুয়া দু’নম্বর ওয়ার্ডে, ও তার নাম শঙ্কর প্রধান। গণপিটুনির শিকার হয়ে বোম বাঁধতে আসা ওই দুই ব্যক্তি স্বীকার করে- রাহেত রেজ্জাক নামের দুজন ব্যক্তি তাদের বোম বাধার জন্য এখানে নিয়ে এসেছে, তৃণমূলের বোম বাধা হবে বলে। এবং স্থানীয় একটি তৃণমূল নেতার নাম ভাঙ্গিয়ে তাদের ডাকা হয়েছে। ২০০০ টাকা দেবে এই প্রতিশ্রুতি দিয়ে তাদের ডাকা হয়েছিল। এমনটা জানিয়েছে ধৃত শঙ্কর প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here