দৈত্য রাজনৈতিক সচেতন সমাজে যেন ছক ভাঙার লড়াইয়ে নেমেছে চুমকি ঘোষ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উচ্চতা মেরেকেটে ২ ফুট। দোসর শারিরীক প্রতিবন্ধকতা। বয়সে কনিষ্ঠ৷ দৈত্য রাজনৈতিক সচেতন সমাজে যেন ছক ভাঙার লড়াইয়ে নেমেছে চুমকি ঘোষ।

দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রাথী হয়েছেন চুমকি ঘোষ। ২৩ বছর বসয়ী এই তরুণী হিলি থানার কনিষ্ঠ প্রার্থী। হিলি গভর্নমেন্ট কলেজের শেষ বর্ষের ছাত্রী। বাবা চঞ্চল ঘোষ। হাটের ছোট ব্যবসায়ী। সংসারের দায়িত্ব মা চিত্রা ঘোষ কাঁধে।

চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এখন আলোড়ন সর্বত্র। ওই তরুণীর উচ্চতা মেরেকেটে ২ ফুট। শারিরীক প্রতিবন্ধকতাও রয়েছে৷ সেইসবকে জয় করেই চলছে পঠনপাঠন। কিছু করার তাগিদে চলছে চাকরির খোঁজ। এসবের মধ্যে ভোট দাঁড়িয়ে সমাজ সেবায় ব্রতী হতে চাইছে বিশেষভাবে সক্ষম এই তরুণী।

প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি৷ দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন ওই তরুণী। পরিবারের তফরে সবসময় পাশে পাচ্ছেন মা বাবাদের। নির্বাচনি প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই পঠনপাঠনে প্রভাব পড়ছে। তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছে চুমকি।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে সবদলেই যেখানে প্রার্থীপদ নিয়ে বিশৃঙ্খলা। জেতা হারা নিয়ে পাটিগণিতের রমরমা। সেখানে বিশেষভাবে সক্ষম তরুণীকে প্রার্থী করা সমাজে বিশেষ সচেতনতার বার্তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *