নদীয়া খালবোয়ালিয়া কলোনী পাড়া ৮৮কৃষ্ণগঞ্জ ব্লকের ১১নম্বর খালবোয়ালিয়া বুথের ভোট বয়কটের ডাক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া খালবোয়ালিয়া কলোনী পাড়া ৮৮কৃষ্ণগঞ্জ ব্লকের ১১নম্বর খালবোয়ালিয়া বুথের ভোট বয়কটের ডাক দেওয়া হলো। তাদের দশ দফা দাবী নিয়ে কৃষ্ণ গঞ্জ ব্লকে গোবিন্দ পুর পঞ্চায়েত ১১ নম্বর বুথে আদিবাসী পড়ার 80 টা ঘরে প্রায় 300 ভোটার ভোট বয়কট করবে বলে সিধান্ত নিয়েছে ।
বিগত পাচ বছরে এই আদিবাসী পারাতে কোনো উন্নয়ন হয়নি এই অভিযোগে ।১০০ দিনের কাজ মানুষ পাইনি, রাস্তা, ১২টি সোলার লাইট, জল, নিষ্কাশন বাইপাস ড্রেন, সজল ধারা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বার্ধক্য ভাতা চালু হয়নি এমন দশ দফা দাবী নিয়ে তাদের এই ভোট বয়কটের সিদ্ধান্ত এই প্রসঙ্গে তৃণমূলের প্রধান
কার্তিক হালদার
পঞ্চায়েত পাচ বছর
তৃণমূলের ছিলেন তিনি কি জানালেন পাশাপাশি এলাকার মানুষ কি জানালেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *