প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ই জুলাই আর বেশি দিন বাকি নেই গত মঙ্গলবার বিভিন্ন দলের প্রতিনিধিরা সিম্বল পাওয়ার পর তড়িঘড়ি নেমে পড়েছে ভোট যুদ্ধের দেওয়াল লিখনে। তেমনি দক্ষির সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত ২১৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শেখ নুরুদ্দীনকে জেতানোর জন্য ওই বুথের প্রাক্তন সদস্য শেখ মাজিদ করজোড়ে এলাকার সাধারণ নাগরিকের কাছে আবেদন করলেন মমতা ব্যানার্জির উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নুরুদ্দিনকে যেন এলাকা বাসীরা ভোট দেন। নতুন প্রার্থী পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাট উন্নয়নের করার অঙ্গীকার করলেন। বুথ সভাপতি শেখ সেলিম বললেন তাদের বুথটা বেশ বড় ১৩৬০ ভোটার তাই যুগ্ম প্রার্থী আছে শেখ নুরুদ্দিন ও শেখ সায়েদা। মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে তারা যাবে এবং তিনি আশাবাদী ২১৭ নম্বর বুথে যুগ্ম প্রার্থীরা ভালোভাবেই জিতবে। নবাগত প্রার্থী বললেন কেন্দ্র বাহিনী এলে তারা খুব খুশি হবে। এই বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয় কোনদিন অশান্তি হয়নি। এখন দেখার বিরোধী প্রার্থী এবং দলের বিক্ষুব্ধ প্রার্থীদের হারিয়ে দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস আবার নিজের আসল ধরে রেখে পঞ্চায়েত দখল করতে পারেন কিনা তা সময়ই বলবে।