প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – জঙ্গলপুরে এস কে বিয়ারিং কোম্পানি এবং অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে নতুন এক ট্রেনিং সেন্টারে উদ্বোধন হলো বুধবার। ইলেকট্রনিক্স ভেকেলসের উপর জোর দিয়ে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে পিছিয়ে পড়া ১৮ থেকে ৩০ বছর ছেলে মেয়েদের চারটি ট্রেডে ট্রেনিং দিয়ে চাকুরী এবং ব্যবসা করার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। মূলত টু হুইলার ফোর হূইলার কাস্টমার এক্সিকিউটিভ এবং সেলস এক্সিকিউটিভ এই চার প্রকার ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। তিন থেকে ছয় মাসের ট্রেনিং হবে এমনই জানা যায় সংস্থার পক্ষ থেকে। এর আগে অম্বুজা সিমেন্ট কারখানায় বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা হতো । আজ বুধবার নতুন করে শাঁকরাইল জঙ্গলপুরে ট্রেনিং সেন্টার খোলা হল । বিভিন্ন নানি কোম্পানির সঙ্গে ট্রাই আপ করা আছে এই কোম্পানির। ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে নতুন ভবিষ্যৎ গড়ে তোলার মূল উদ্দেশ্য হলো এই সংস্থার। আধুনিক চিন্তাধারা এবং আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করায় মূল উদ্দেশ্য এই সংস্থা। ট্রেনিং শেষে নামিদামি কোম্পানিতে প্লেসমেন্ট এবং ব্যবসা করারও ব্যবস্থা করেন এই সংস্থা এমনই জানা যায় সংস্থার পক্ষ থেকে।