প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – কথিত আছে প্রায় শতাব্দী প্রাচীন নলপুরের হজরত হারোসা বাবার মাজারে যেই প্রার্থনা করে তার প্রার্থনা পূরণ হয়। প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে শুরু করে সাংসদ প্রসূন ব্যানার্জি প্রাক্তন বিধায়ক শীতল সরদার ও বর্তমান বিধায়ক পিয়া পাল বাবার মাজারে চাদর চড়িয়েছেন এবং জয়লাভ করেছেন এমনই বললেন মাজার কমিটির সদস্য। সাঁকরাইল ব্লকের ৪৫ নম্বর সমিতির প্রার্থী শেখ মোহাম্মদ সিদ্দিক ও জেলা পরিষদের প্রার্থী নাসিমা কাজী বাবার মাজারে চাদর এবং ফুল চড়ালেন। মাজারে ফুল চড়িয়ে এলাকায় ভোটের প্রচারে নামলেন দুই প্রার্থী। মোঃ সিদ্দিক বললেন রাজনীতির পরিস্থিতি তে তৃণমূল অনেক এগিয়ে আছে, তার উপরে ধর্মীয় আস্থা, তাই হারোসা বাবার দরবারে মাথা নত করে প্রার্থনা করে তার আশীর্বাদ নিয়ে তিনি এগিয়ে চলবেন এবং তার জয় অবশ্যই হবে এমনই আশাবাদী তিনি। বাবার দরবারে এসে মাথা নত করলে কেউ ফিরে যায় না এমনই বিশ্বাস অটুট এলাকাবাসী থেকে শুরু করে তার মনেও জানালেন সেখ মোহাম্মদ সিদ্দিক। মাজার কমিটি থেকে জানা যায় সন্তান পাবার আশায় বাবার মাজারে বৃহস্পতিবার রাতে যারা ভক্তিভরে প্রার্থনা করেন তাদের প্রার্থনা বাবা পূরণ করেন। বহু পুরানো মাজার হওয়ায় আজ শুক্রবার শুভক্ষণে শুভদিনে মাজারের নতুন ভাবে প্রতিষ্ঠা করার জন্য মাজারের কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি কেটে শুভ সূচনা করলেন। এই শুভ মুহূর্তে দুই প্রার্থী উপস্থিত থাকতে পেরে নিজেদের খুবই গর্বিত মনে করলেন এবং তারা বাবার কৃপাপ্রার্থী হলেন। বাবার আশীর্বাদ নিয়ে দলীয় প্রচারে নামলেন ৪৫ নম্বর সাঁকরাইল সমিতির প্রার্থী সেখ মোহাম্মদ সিদ্দিক।