কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে এই প্রথমবার প্রচারের ময়দানে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই কোচবিহারে আসাকে কেন্দ্র করে কোচবিহার এ বি এন শীল কলেজের মাঠে অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে। কিন্তু শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে কোচবিহার বিমান বন্দর রয়েছে। সেখানে তিনি না নেমে কোচবিহার এ বি এন শীল কলেজের মাঠে অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি করে কয়েক লক্ষ টাকা নষ্ট করছেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সঙ্গী তথা বিজেপি বিধায়ক মিহির গোস্বামী অভিযোগ করে বলেন,এটা নতুন কিছু নয়,মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম নাটকীয় ভঙ্গি আমরা বহু বছর দেখেছি। কোচবিহারে তিনি যেখানে মিটিং করবেন তার ঢিল ছড়া দূরত্বে রয়েছে বিমানবন্দর। সেই বিমান বন্দরে না নেমে তিনি ঐতিহাসিক এবিএন শীল কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাড পাঁচ লক্ষ টাকা খরচ করে তৈরি করে সেখানে নামলেন। এটা কার টাকা ? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের টাকা। বাংলার জনগণের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলা করবে এটা বাংলার মানুষ মেনে নেবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুষ্কর্মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধিক্কার জানাই।