দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বর্তমানে তীব্র দাবদাহে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। তাই রক্ত সঙ্কট মেটাতে এবং মানুষের সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেস। রক্তদান করা মানে ওপর জনের জীবন বাঁচানো। যাদের রক্তের প্রয়োজন আছে তাঁরা যাতে সময়মত রক্ত পান তা সুনিশ্চিত করতেই দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুবরাজপুর অগ্রদূত ক্লাবে শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে ৫০ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে, বীরভূম জেলা যুব তৃণমূল সভাপতি দেবব্রত সাহা, দুবরাজপুর যুব তৃণমূল সভাপতি সাগর কুণ্ডু, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সদস্য মোশারফ হোসেন, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলারগণ সহ বিশিষ্টজনেরা।
Leave a Reply