সদাইপুর থানার ব্যবস্থাপনায় ইদুজ্জোহা উপলক্ষে বৈঠক।

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- আর কয়েকদিন পরই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উৎসব ইদুজ্জোহা। তাই বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় বক্রেশ্বরের সৃজনী অডিটোরিয়ামে ইদুজ্জোহা উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। উল্লেখ্য, সম্প্রতি দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল। এই উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারেও আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ সদাইপুর থানা এলাকার বিভিন্ন গ্রামের ইমাম, মুয়াজ্জিন ও গ্রামের মানুষজন। সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইদুজ্জোহা উৎসবে একজনের আনন্দ অন্যজনের নিরানন্দের কারণ যেন না হয়। এছাড়াও সোস্যাল মিডিয়ার মাধ্যমে যেন কোনো অপ্রীতিকর ছবি বা ভিডিও আপলোড না হয় সেদিকে নজর রাখতে হবে। কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হলে দ্রুত সদাইপুর থানায় জানানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *