কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ দীঘা মোহনায় উঠলো।

0
152

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায় উঠলো কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ। যা দেখার জন্য সাধারণ মানুষ থেকে পর্যটকরা রীতি মতো ভিড় জমিয়েছেন দীঘা মোহনায়। গত সোমবার কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ উঠে ছিল। মঙ্গলবার উঠলো কই ভোলা মাছ। এই ধরনের মাছ খুবই দামি হয়ে থাকে। মৎস্য শিকারের মরসুমের শুরুতে লাভের মুখ দেখছে মৎস্য জীবীরা। ইলশে গুড়ি বৃষ্টি শুরু হলেও তেমন পরিমাণে দেখা যাচ্ছে না ইলিশ। তেলিয়া ভোলা ও কই ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here