গোঁজ প্রার্থীদের যারা উৎসাহ দিচ্ছেন এবং দলের সঙ্গে বেইমানি করছেন তাদের খুঁজে বের করতে দু’মিনিট লাগবে ও শাস্তি দিতেও দু’মিনিট লাগবে, হুঁশিয়ারি দিলেন শতাব্দী রায়।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর ব্লকের চিনপাইয়ের জনসভা থেকে গোঁজ প্রার্থীর প্রসঙ্গ তুলে এবার দলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি জানান, দলে থেকে দলকে হারানোর জন্য গোঁজ প্রার্থীদের যারা উৎসাহ দিচ্ছেন এবং দলের সঙ্গে বেইমানি করছেন তাদের খুঁজে বের করতে দু’মিনিট লাগবে ও শাস্তি দিতেও দু’মিনিট লাগবে। প্রসঙ্গত, এই মুহূর্তে তৃণমূলের গোঁজ প্রার্থী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বীরভূম জেলাতেও ইতিমধ্যে এই গোঁজ প্রার্থী হওয়ার কারনে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৩০ জনকে । তারই মধ্যে এবার গোঁজ প্রার্থীদের উৎসাহ দেবার কারণে তৃণমূলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন শতাব্দী রায়। তিনি জানান,” যারা দলে থেকে কিছু লোককে মদত দেন নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্য, আপনারা হয়তো ভাববেন যারা সামনে নির্দল হয়ে দাঁড়াচ্ছে শুধু তাদের নাম আসছে। এটা কিন্তু নয়, তাদের পেছনে কারা মদদ দিচ্ছে তাদের নামও আসছে। মমতা ব্যানার্জির কাছে খুব সহজ ভাবে সকালবেলায় আইবি রিপোর্ট, পুলিশ রিপোর্ট পৌছায়, কে কাকে মদত দিচ্ছে ও কে গোঁজ প্রার্থী গুঁজে দিয়ে দলকে হারানোর চেষ্টা করছে। এখন দুনিয়াটা তো ছোট হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমেরিকায় কাউকে যদি বলি কেমন আছো, সঙ্গে সঙ্গে উত্তর আসবে ভালো আছি। এত ছোট দুনিয়া। বাড়িতে বসেও আপনি যদি কাউকে মদত দেন এবং যদি কাউকে বলেন তুই লড়ে যা,লড়ে যা, লড়ে যা আমি আছি দলকে হারাব। সেই খবর কিন্তু পৌঁছাতে দু’মিনিট লাগবে। তাদের শাস্তি দিতেও ২ মিনিট লাগবে। তাই বলবো দলের সঙ্গে থেকে দলের বেইমানি করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *