দিনে দুপুরে চুরি, নগদ সহ সোনাদানা খুইয়ে নিঃস্ব মিড মিল রাধুনী। প্রশ্নের মুখে শহরের নাগরিক নিরাপত্তা।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মঙ্গলবার দিনের বেলায় ঘটে যাওয়া এই ঘটনায় আতংকিত পৌর এলাকার আম জনতা।
শহরের জয়ন্তী পাড়ার বাসিন্দা মিড ডে মিল কর্মী মায়া দেবী রায়ের বাড়িতে ঘটে এই দুঃসাহসিক চুরির ঘটনা।
এই প্রসঙ্গে মায়া দেবী জানান, মিড ডে মিলের রান্না করতে গিয়ে ছিলাম, এসে দেখি আলমারি ভেঙ্গে মেয়েদের জন্য বানানো নাক কানের স্বর্ণালঙ্কার এবং নগদ ষাট হাজার টাকা নিয়ে গিয়েছে চোর।
অনেক কষ্ট করে ডিউটি করে এই টাকা জমা করেছিলাম মেয়েদের বিয়ের জন্য অল্প অল্প করে কিছু সোনার জিনিস তৈরী করেছিলাম আজ সব চলে গেলো।
ওপর এক প্রতিবেশী বলেন, উনি বাড়িতে ছিলেন না, যখন খুব জোড়ে বৃষ্টি চলছিলো তখনই এই ঘটনা ঘটে।

অপরদিকে এমন ঘটনার সঙ্গে এলাকার এক শ্রেণীর যুবককেরা জড়িত বলে জানান এক বাসিন্ধা,
তিনি বলেন, এর আগেও এমন হয়েছে, পুলিস ছেলেদের ধরে নিয়ে যায় আবার ছেড়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *