পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পরল ৭০ কেজি ওজনের শঙ্কর মাছ। বিশালাকার শঙ্কর মাছ দেখতে দীঘা মোহনায় ভিড় জমালো সমুদ্র সৈকতে আগত পর্যটক থেকে শুরু করিস এলাকার সাধারণ মানুষ। গত সোমবার থেকেই দীঘা সহ উপকূলবর্তী এলাকায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি বেড়েছে। শস্য ইলিশের তেমন দেখা না পাওয়া গেলেও কই ভোলা ও শংকর মাছ উঠলো। ইলসে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে মৎস্য জীবীরা আশায় আছেন এবার প্রচুর পরিমাণে ইলিশ উঠবে দিঘার সমুদ্রে।











Leave a Reply