পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ষা শুরুতেই বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিষধর সাপের। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বিষধর সাপের দেখা মেলে। কিন্তু এখন খাবারের সন্ধানে বর্ধমান শহরের বিভিন্ন এলাকাতেও সাপের দেখা মিলছে। সেই রকমই আজ বর্ধমান শহরে পারবীরহাটা চত্বরে অবস্থিত ভারত সরকারের সুপারিটেনডেন্ট অফ কাস্টমস অফিসে উদ্ধার হলো একটি বিশাল আকৃতির সাপ। অফিস চত্বরে সাপ উদ্ধার ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায়। তখন আর খবর দেয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মী হারাধন বৈরাগ্য বলেন, কাস্টমস অফিস থেকে আমাদের ফোন করা হয়েছিল আমরা ফোন পেয়েই তক্ষণাত উপস্থিত হই অফিসে। প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আমরা সাপটিকে উদ্ধার করি। অফিসের ভেন্টিলেশন এর মধ্যে ছিল এই সাপটি। যদিও এটি কোন বিষধর সাপ নয় ভয়ের কোন কারণ নেই।