আবদুল হাই, বাঁকুড়াঃ মল্লভূমের মাটিতে রথের তুলনায় উল্টো রথের জমজমাট বেশি।আজ থেকে তিনশো বছর পেরিয়ে গেলেও গুপ্ত বৃন্দাবন হিসাবে পরিচিত প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে উল্টো রথকে কেন্দ্র করে মানুষের আবেগ ও উন্মাদনা অটুট। মাধবগঞ্জের রাধা মদন গোপাল জিউ ও কৃষ্ণগঞ্জের রাধা লাল জিউ এর উলটো রথ কে ঘিরে উৎসব মুখর বিষ্ণুপুর।