দক্ষিণ দিনাজপুরের বোয়ালদার এলাকায় রথ উপলক্ষে ভক্তদের উল্লাস চোখে পড়ার মতো।

0
96

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ধর্মীয় মতে জগন্নাথ,সুভদ্রা ও বলরাম মাসির বাড়ি যান কিংবা মাসির বাড়ি থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি। এখানে চৌধুরী বাড়ির ৬টি রথের ব্যবহার দেখা গেল। জানা যায় চৌধুরী বাড়ির পাঁচ পুরুষের পুরনো এই রথ শুরু হয় পূর্ব পাকিস্তানে যেখানে তিন পুরুষ ধরে জগন্নাথ দেবের সেবা করতেন চৌধুরী পরিবারের সদস্যরা। সান্তাহার দাঙ্গার সময় চৌধুরীরা এপারে চলে এলে ভারতবর্ষে গত দুই পুরুষ ধরে জগন্নাথ দেবের সেবা করেন চৌধুরীরা। পূর্ব পাকিস্তানে জগন্নাথ দেবের রথ চললেও আসার পর চৌধুরীর না আর্থিক অনটনের কারণে রথের ব্যবস্থা করতে পারেননি। পরবর্তীকালে ২০০৬ সালে ভক্তদের সাহায্যে তারা প্রথমে একটি রথ তৈরি করেন। এরপরে ভক্তরা মানস করে আরও রথ দিতে থাকেন এইভাবে তাদের রথের সংখ্যা বেড়ে বেড়ে ছয়ে দিয়ে দাঁড়ায়। একসঙ্গে ভক্তরা টেনে নিয়ে যান মাসির বাড়ি। শুধু তাই নয় জানা গেছে প্রচুর ভক্ত এখানে দন্ডি কেটে ভগবানের কাছে আশীর্বাদ নিতে আসেন। অনেক ভক্ত মানস হিসাবে গাছের ফল ফলাদিও দিয়ে থাকেন। বুধবার উল্টো রথ উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম দেখা গেল বোয়ালদার এলাকায়। এই রথ উপলক্ষে ভক্তদের উল্লাস চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here