বাঁকুড়ার ইন্দপুরের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে অভিযোগ দুয়ারে মেলেনা জলটুকুও।

0
544

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ দুয়ারে মেলেনা জলটুকুও বাঁকুড়ার ইন্দপুরের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। অভিযোগ এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল মেলে না বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইন্দপুর ব্লকের বিভিন্ন এলাকা জুড়েই অনেক জায়গায় এই ভাবেই পানীয় জলের সংকটে ভুগছেন মানুষজন। গ্রামে পানীয় জলের সমস্যা তীব্র।তবে এই ভরা গ্রীষ্মকালে গ্রামের নলকূপ খারাপ হয়ে পড়ায় এলাকার মানুষ চরম সমস্যায় ভুগছেন । খাবারের জল আনতে যেতে প্রায় ১কিলোমিটার দূরে। বারবার পঞ্চায়েত কে লিখিত অভিযোগ জানানো হলেও মেলেনি সমস্যার সমাধান। এবিষয়ে ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বাউরির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মিস্ত্রী না পাওয়ায় জন্য নলকূপ টি সারানো হয়নি তবে দ্রুত ওই নলকূপটি সারানোর ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here