নিজস্ব সংবাদদাতা, মালদা:–উদ্বোধন করা হলো বুলবুলচন্ডীর টাঙ্গন নদীর শ্রীঘাটের বহুদিন ধরে এলাকায় প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে ছট পুজো এবং সাধারণ মানুষের স্নানের ঘাট সেখানে নদীতে নামার খুব সমস্যা থাকায় অবশেষে শুরু হলো নদী ঘাটে শ্রীঘাট তৈরির কাজ,এ বিষয়ে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর সাহা বলেন আমাদের এই ঘাট তৈরির কাজ বহুদিন আগেই শুরু হয় কিন্তু সে কাজের সেভাবে কোন উদ্বোধন হয়নি তাই আজকে ঘাট দেখতে এসে উদ্বোধন করা হলো বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার ব্যয়ে এই শ্রীঘাট তৈরি করা হচ্ছে এতে এলাকাবাসী খুব উপকৃত হবে বলে মনে করছেন।এদিন উপস্থিত ছিলেন প্রধান সমীর সাহা বিশিষ্ট সমাজসেবী পীযুষ মণ্ডল, মদন বিষ্ণু সহ এলাকাবাসী।