নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আষাঢ় মাসের শুল্কপক্ষের দ্বিতীয় তিথিতে প্রতি বছর রথযাত্রার সূচনা হয়।এর ঠিক নয়দিন পর উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়।। জগন্নাথ বললাম শুভভ্রাকে পুরীর মন্দিরে মাসীর বাড়িতে নিয়ে যাওয়া হয় রথযাত্রার দিন।এর ঠিক নয়দিন পর গুনডিচা মন্দির থেকে আবার পুরীর মূল মন্দিরে জগন্নাথ দেবের রথকে ফিরিয়ে আনা হয় উল্টো রথ যাত্রার দিন। এর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরার পালা।তাই আজ উল্টো রথ।এদিন হবিবপুর ব্লকের মধ্যেমকেন্দুয়া গ্রামে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।প্রবীর সিংহের বাড়িকে মাসির বাড়ি করাহয় জগন্নাথ দেবকে সেখান থেকে এই নয়দিন পার করার পর আজ নিজের মন্দিরে তথা গুরুপদ সিংহেরদিকে যাত্রা করে।বিভিন্ন ঢাক ঢোল বাজিয়ে এই রথ নিয়ে যাওয়া হয়।আজকের উল্টো রথের দিন উৎসবে মেতে উঠে এলাকার ছোট থেকে বড় সকলেই ।সেই উল্টো রথ দেখতে রথ টানতে রীতিমতো ভক্ত দের ভিড় ছিল চোখে পড়ার মতন।