জগদাবাদ গ্রামের ৩ নং বুথে ভারতীয় জনতা পার্টির গ্রাম সংসদের প্রার্থী স্বান্তনা যাদব, ২ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী মামনি দাস ও ৩১ নং জেলা পরিষদের প্রার্থী ইন্দ্রাণী পাল এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযানের অংশ গ্রহণ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান ১ নং ব্লকের বাঘাড় ১ গ্রাম পঞ্চায়েতের জগদাবাদ গ্রামের ৩ নং বুথে ভারতীয় জনতা পার্টির গ্রাম সংসদের প্রার্থী স্বান্তনা যাদব, ২ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী মামনি দাস ও ৩১ নং জেলা পরিষদের প্রার্থী ইন্দ্রাণী পাল এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযানের অংশ গ্রহণ করলেন প্রার্থীসহ জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র, মন্ডল সভাপতি রাজ কুমার সাউ ও অন্যান্য স্থানীয় কার্যকর্তাবৃন্দ ।
এলাকার মানুষ বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, গরীব অন্ন কল্যাণ যোজনা সহ অন্যান্য প্রকল্প থেকে বঞ্চিত। এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রতীক্ষাবদ্ধ হয়েছেন। চোর মুক্ত পঞ্চায়েত গঠনের সংকল্প নিচ্ছেন। তৃণমূল সিপিএম কংগ্রেস যে একই চিন্তাধারায় চলছে এবং গরীব মানুষকে গরীব রেখে রাজনীতি করছে তাও এলাকার মানুষদের বুঝিয়েছেন জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *