দুর্ঘটনার কবলে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনা দুটি টলার।

0
154

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইলিশের সন্ধানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনা দুটি টলার। গতকাল সন্ধ্যার নাগাদ ফিসিং করে যখন ফির ছিলেন ট্রলার দুটি ঠিক দীঘা মোহনা ঢোকার মুখে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় দুটি বেসরকারি ট্রলার। এই ঘটনায় প্রায় ৩০ জন মৎস্যজীবী ছিলেন তারা শঙ্করপুরে কাছে পাড়ে উঠেছেন। এই মুহূর্তে সেই ট্রলার দুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গত ১৫ ই জুন থেকে ব্যান্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়ে ছিলেন দূর সমুদ্রে, গতকাল ঝড় হওয়ার সাথে সাথে প্রচন্ড বৃষ্টি চলতে থাকায় ট্রলার গুলি এক সাথে দীঘা মোহনায় ঢোকার চেষ্টা করছিল। তখনই চড়ায় ধাক্কা লেগে পার্টি করে যায় ট্রলার দুটি স্থানীয় মানুষ এবং অন্যান্য মৎস্যজীবীরা সাঁতরে পাড়ে ওঠেন কিন্তু ট্রলার দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ট্রলারের তৈরীর খরচ পড়ে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। দীঘা মোহনায় ডেইজিং এর কাজ না হ ওয়ায়র জন্য মূলত এই দুর্ঘটনা বলে জানিয়েছেন। দীঘা শংকরপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস আজ সকাল থেকেই ট্রলারে অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। মৎস্য জীবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here