নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার অবস্থা বেহাল, দুর্ঘটনা লেগেই থাকে। অবশেষে নতুন রাস্তার দাবিতে রাস্তা অবরোধ এবং ভোট বয়কটের ডাক এলাকাবাসীর। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানাযায় ভালুকা গ্রাম পঞ্চায়েতের অধীন শান্তিনগর এলাকার একটি রাস্তা রয়েছে। এই দীর্ঘ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল হলেই একাধিক চাষী সবজি নিয়ে বাজারে যায় এই রাস্তা দিয়ে। শুধু তাই নয়, এলাকার শতাধিক স্কুল ছাত্র-ছাত্রী যাতায়াতের একমাত্র রাস্তা এটিই। কিন্তু ভোট আসে ভোট যায়। রাস্তার চিত্রটা একই থেকে যায়। ভোটের আগে কাজ দেখানোর জন্য প্রতি বছরই আধলা ইট রাস্তায় ফেলা হয়। তাতে করে রাস্তার নিরাপত্তা হয় না উপরন্ত আরো ভয়ংকর হয়ে ওঠে। দিন কয়েক আগেও পুনরায় ওই রাস্তায় আদলা ইট ফেলার কারণে চরম সমস্যায় পড়েছে এলাকাবাসী। এর আগেও একাধিক ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। এবার রাস্তা নতুন করে তৈরির দাবিতে এদিন ভালুকা রাজ্য সড়ক অবরোধ করল এলাকাবাসী। এলাকাবাসীর দাবি যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েতের তরফ থেকে রাস্তা নতুন করে তৈরি করার আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখবেন তারা। পাশাপাশি ভোট বয়কট করবেন। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা, সুদেব সরকার বলেন, প্রতিবছরই ভোটের আগে এই রাস্তায় ভাঙ্গা ইট দেওয়া হয়। এ বছরও এলাকাবাসীর মানা করা সত্ত্বেও ভাঙ্গা ইট ফেলা হয়েছে রাস্তায়। এই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ছে এলাকাবাসী এবং গুরুতর রকম হচ্ছে। তাই যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা নতুন করে তৈরি করার আশ্বাস দিচ্ছে ততক্ষণ রাস্তা অবরোধ চলবে এবং ভোট বয়কটের ডাক দিচ্ছি আমরা।