আবদুল হাই, বাঁকুড়াঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ শে জুন ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ জল – জমি – জঙ্গলের অধিকার রক্ষার জন্য প্রথমদিকে দেশীয় জমিদারদের বিরুদ্ধে লড়াই শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে সিধু কানুর নেতৃত্বে ভারতীয় আদি জনজাতির লড়াই এর অভিমুখ তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোফান হিসাবে পরিগণিত হয়। লড়াই সুর প্রথম দিনটি ছিল ৩০ শে জুন তাই এই দিনটিকে ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ পরবর্তী কালে হুল দিবস হিসাবে পালন করে থাকে এবং সেই ধারায় আজও যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে এই দিনটিকে হুল দিবস হিসাবে।
শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাহসপুর এলাকায় সিধু কানুর পাদদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১৬৯ তম ঐতিহাসিক হুল দিবস পালিত হল।