আমের মরসুমে নেই মিষ্টির বিক্রি তাই মাথায় হাত পড়েছে মিষ্টি ব্যবসায়ীদের ।

0
171

নিজস্ব সংবাদদাতা, মালদা:——আমের মরশুমে লোকসানের মুখে মিষ্টি বিক্রেতারা। একেবারে তলানিতে ঠেকেছে মিষ্টি বিক্রি।নেই মিষ্টির বিক্রি তাই মাথায় হাত পড়েছে মিষ্টি ব্যবসায়ীদের ।নের মিষ্টির দোকানে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন মিষ্টি যেমন রসগোল্লা, কানসাট ছানার জিলেপি, সন্দেশ এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি। ক্রেতাদের দেখা নেই তাই কপালে চিন্তায় ভাজ পড়ছে মিষ্টি ব্যবসায়ীদের। প্রতিদিন মিষ্টি বানিয়ে মিষ্টি নষ্ট হচ্ছে। কারিগরদের টাকা দিতে হচ্ছে মিষ্টি তৈরির। তাই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন সকল মিষ্টির দোকানদার।
এক মিষ্টির দোকানদার ডালিম সরকার বলেন,দোকানে মিষ্টি বানিয়ে সাজিয়ে রেখেছি। বিভিন্ন মিষ্টি যেমন রস গোল্লা, কানসাট ছানার জিলেপি, সন্দেশ এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি। বিক্রি নেই মিষ্টির এখন সবাই আম কিনতে ব্যস্ত। তাই আমাদের মিষ্টি বিক্রেতাদের আগের মত তেমন মিষ্টি বিক্রি হচ্ছে না।সমস্যা দেখা দিচ্ছে ব্যবসায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here