এবার এক কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ কোচবিহারের দিনহাটায়।

0
330

মনিরুল হক, কোচবিহার: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে,ততই তপ্ত হচ্ছে বাংলার রাজনীতির বাতাবরণ। জায়গায় জায়গায় অশান্তি,গন্ডগোল পাকানোর অভিযোগ উঠছে। দলের কর্মী-সমর্থকরা তো বটেই, হামলার অভিযোগ উঠছে প্রার্থীদের উপরেও। এবার এক কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ কোচবিহারের দিনহাটায়। শুধু বোমাবাজিই নয়,প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। ঘটনাটি ঘটেছে দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি গ্রামের ঘটনা।

ওই কংগ্রেস প্রার্থী জহুরুল হকের অভিযোগ,গত কয়েকদিন ধরেই তাঁকে হুমকি দিচ্ছিল তৃণমূল। প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। অভিযোগ, শুক্রবার মাঝ রাতে জহুরুলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূলি দুষ্কৃতীরা। ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।

যদিও অগ্নিকাণ্ড বা বোমাবাজির অভিযোগের সঙ্গে দলের যোগের কথা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাদের বক্তব্য, এই ধরনের কাজের সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই।

উল্লেখ্য,পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই কোচবিহারের বিস্তীর্ণ এলাকা কার্যত দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে। জেলায় তৃণমূলকে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। তাতেই হিংসা আরও বেড়েছে। লাগাতার চলছে রক্তপাত। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাতে কোচবিহারে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার আক্রান্তদের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। তারই মধ্যে ফের জেলায় আক্রান্ত হলেন বিরোধী প্রার্থী। আর এবারও ঘটনাস্থল সেই দিনহাটা। যেখানকার বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here