দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ – এবার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হল বীরভূম জেলার দুবরাজপুর থানার বিভিন্ন পঞ্চায়েতে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বীরভূমে। ইতিমধ্যেই জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর জেলা হিসাবে বীরভূমকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে আরও বাহিনী আসবে বলে জানা যায়। ইতিমধ্যেই সিআরপিএফ জওয়ানরা ভোটারদের মনে আস্থা জোগাতে গ্রাম থেকে গ্রামান্তরে রুট মার্চ করছেন। পাশাপাশি ভয় ও ভীতি কাটাতে গ্রামের মানুষজনদের সাথে কথা বলছেন। আজ এমনই চিত্র দেখা গেল দুবরাজপুর ব্লকের বালিজুড়ি, কাপাসতোড়, লোবা, পদুমা সহ একাধিক গ্রামে। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমাদের নেওয়া হয়েছে। সিআরপিএফ এর ইন্সপেক্টর অখণ্ড প্রতাপ সিং জানান, আমাদের ব্যাটালিয়ন থেকে বি.আর.সেভেন-এর এক কোম্পানি দুবরাজপুর থানার অধীনে যুক্ত করা হয়েছে। আমরা প্রথম দিনে দুবরাজপুর থানার বেশ কয়েকটি গ্রামে রুটমার্চ করলাম এবং গ্রামের মানুষজনদের সাথে কথা বললাম। তাঁদেরকে বলা হয়, যদি ভোট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত আমাদের জানান।