ফালাকাটা পাঁচমাইলে নির্বাচনী জনসভায় এসে একথা জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

0
679

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ – পঞ্চায়েত ভোটের পর দিল্লির বুকে লড়াই আন্দোলন করে একশ দিনের কাজের টাকা ছিনিয়ে আনবোয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পাঁচমাইলে নির্বাচনী জনসভায় এসে একথা জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন পাঁচমাইলে নির্বাচনী জনসভায় প্রায় চল্লিশ মিনিট ভাষণ দেন অভিষেক। এদিন অভিষেক নিজের ভাষণে একশ দিনের কাজের টাকা নিয়ে বেশি সরব হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় হেরে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের একশ দিনের কাজের টাকা আটকে রেখেছে বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করছে। ভোটের পর বাংলা থেকে দশ লক্ষ মানুষকে দিল্লিতে নিয়ে আন্দোলন সংগঠিত করবো। এদিন অভিষেক নিজের ভাষণে রাজ‍্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় হেরে গিয়ে ও রাজ‍্যসরকার অনেক কাজ করেছে। এদিন অভিষেক জানান, চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন সংঘঠিত করেছি। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। বন্ধ চা বাগান খোলা হয়েছে। যারা নির্দল হয়ে দাড়িয়েছে তাদের দলে নেওয়া হবেনা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here