বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামে রাস্তাঘাটের বেহাল অবস্থা।

0
80

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামে রাস্তাঘাটের বেহাল অবস্থা। ভোটে জিতে সেই রাস্তার সংস্কার প্রতিশ্রুতি তৃণমূল জেলা পরিষদ প্রার্থীর। দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম গ্রামকে দত্তক নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের অভিযোগ সাংসদ নামে শুধু এই এলাকাকে দত্তক নিয়েছে। তার দত্তক নেওয়া এলাকার উন্নয়নে তার কোন মনোযোগ নেই। মঙ্গলবার চকরাম এলাকায় ভোট প্রচারে যান তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী অশোক কৃষ্ণ কুজুর । সেখানে গিয়ে তিনি প্রথম ১৯৭১ সালে পাকিস্তান যুদ্ধের সময় শহীদ চুরকা মুর্মুর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রচার অভিযান শুরু করেন। ভোট প্রচার করতে করতে প্রার্থীর উপলব্ধি হয় এলাকার যাওয়ার প্রধান রাস্তাটি চলাচলের অযোগ্য। উপলব্ধি হওয়া মাত্রই এলাকাবাসীকে তৎক্ষণাৎ প্রার্থীর প্রতিশ্রুতি তিনি ভোটে জিতে এসেই এলাকার রাস্তা সংস্কারে চেষ্টা চালাবেন। এই বিষয়ে বলতে গিয়ে এলাকাবাসী অখিল দেবনাথ বলেন আমাদের এখানকার চলাচলের প্রধান রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। যে প্রার্থী আমাদের এখানে প্রচার করতে আসবেন দাবি রাখবো তিনি যদি ভোটে জয়ী হন এই রাস্তার সংস্কার তিনি যেন করেন। এই বিষয়ে বলতে গিয়ে তৃণমূল প্রার্থী অশোক কৃষ্ণ কুজুর বলেন এখানে প্রচার করতে এসে উপলব্ধি করলাম এলাকার প্রধান রাস্তাটি চলাচলের অযোগ্য। যদিও আমাদের লোকসভা কেন্দ্রের সাংসদ এই চকরাম এলাকাকে দত্তক নিয়েছে বলে জানতে পারলাম। তিনি পিতা হয়েছেন কিন্তু সন্তানদের ভালো রাখার ব্যবস্থা তিনি করেননি। আমি যদি ভোটে জিতে আসি এই রাস্তা সংস্কারের চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here