সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়, কবি শঙ্খ ঘোষের সেই কবিতা কেই হাতিয়ার করে তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ওপর আক্রমণ সানিয়ে বলেন, রাস্তায় দাড়িয়ে আছে উন্নয়ন।

0
135

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- চিত্রনাট্যে স্থল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কৌন পাক্রি গ্রাম পঞ্চায়েতের মগ্রাডাঙ্গী অঞ্চলের মানুষের চলচলের গ্রামীণ পথ ।
এই অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার অভিযানে অংশ নিতে এলাকায় পা রাখেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি দলের সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।
পথে পা দিতেই জল ছুঁয়ে যায় প্রায় হাঁটু পর্যন্ত, এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ সময় ধরে স্থানীয় পঞ্চায়েত বিডিও কে বলেও কোনো সুরাহা হয় নি এই ক্ষতবিক্ষত রাস্তার, এই পথ দিয়েই অসুস্থ্য গ্রামবাসীদের নিয়ে যেতে বাধ্য হয় রুগীর আত্মীয় স্বজনেরা।
রাস্তার এমন দুরবস্থার বিষয়ে ভোট প্রচারের আসা বিজেপি দলের সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়, কবি শঙ্খ ঘোষের সেই কবিতা কেই হাতিয়ার করে তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ওপর আক্রমণ সানিয়ে বলেন, রাস্তায় দাড়িয়ে আছে উন্নয়ন।
আর কি বলবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here