প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – গ্রাম পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই হাতে আর বেশি দিন বাকি নেই এই সুযোগ কে হাতছাড়া করতে রাজি নয় কোন দলই । তেমনি পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সকালে সাঁকরাইল ব্লকের রঘুদেব বাটি এলাকায় প্রার্থীদের নিয়ে মিছিল আকারে জনসংযোগ করলেন বিধায়িকা প্রিয়া পাল, জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী ও গ্রাম সভার প্রার্থীগন। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন নেতৃত্বও। সারাদিন পরিক্রমা করার পরেও সন্ধ্যের সময় রঘুদেব বাটি পঞ্চায়েত এলাকায় একটি কক্ষ গৃহে প্রার্থী এবং এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন ৪৮ নম্বর সমিতি প্রার্থী মজিজুর রহমান মোল্লা। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, প্রাক্তন প্রধান তথা বর্তমানে গ্রাম সভার প্রার্থী দিলীপ দে, বিভিন্ন নেতৃত্ব ও জেলা পরিষদে প্রার্থী নাসিমা কাজী সহ গ্রাম সভার প্রার্থীগণ । উপস্থিত সকলের মমতা ব্যানার্জি উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে ভোট প্রার্থনায় এলাকাবাসীদের কাছে আবেদন জানলেন। আগামী দিনে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে তৃণমূলের প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এছাড়াও গত পাঁচ বছরে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে কিভাবে এলাকা মানুষের উন্নয়ন করলেন তা তুলে ধরলেন মুজিজুর রহমান মোল্লা।