কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার: তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়কে হুমকি নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও প্রধান জীবন সিংহের।একইসঙ্গে তিনি পার্থপ্রতিম রায়কে ‘কলকাতা নেতা’ গুলোর দালাল বলেও অভিহিত করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কেএলও প্রধান জীবন সিংয়ের একটি ভিডিয়ো বার্তা ভাইরাল হওয়ার পরেই জেলা তথা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ওই ঘটনার পর তৃণমূলের দুই কর্মী সমর্থক কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে তৃণমূল সূত্রে।
এদিন এক ভিডিও বার্তায় প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে হুমকি দিয়েছেন কেএলও চিফ জীবন সিং। তিনি ওই ভিডিও বার্তায় বলেন, ‘পার্থ প্রতিম রায় দাদা তোমরা কে ‘ জানোয়ার, ভোদা, অপদার্থ, ‘কলকাতা নেতা’ গুলোর দালাল, মমতা দিদি যেটা বলে সেটাই শুনিস,সেটা আবার আমাদের বলিস। আপনাকে লজ্জা লাগে না। যদি তোমার দম থাকে,যদি মায়ের দুধে খেয়ে থাকো তাহলে কোচবিহার-কামতাপুরের সন্তান হয়ে থাকেন তাহলে সংগ্রাম করুন,জনগণ সঙ্গে থাকবে। কিন্তু কোচবিহার বা কামতাপুর জাতি মাটির বিরোধিতা করিস না পরিণাম কিন্তু ভয়ানক হবে।”
এদিন জীবন সিংহের ওই হুমকির পর সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা পার্থ প্রতীম রায়। তিনি পাল্টা হুমকি দিয়ে বলেন, জীবন সিং বিজেপি মুখপাত্রের মত কথা বলছে। এবং নিশীথ প্রামাণিক ও অন্যান্য বিজেপি নেতাদের সাথে যোগসাজস করে তাদের বলানো কথা গুলি জীবন সিং কে দিয়ে বলাচ্ছে। যাতে আমরা ভয় পাই এবং এই কথা গুলো না বলি। আমরা হাজার বার বলবো, আমরা কোন হুমকিকে ভয় পাই না। জীবন সিংহের যদি ক্ষমতা থাকে তাহলে রাজনৈতিক ময়দানে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করুন। আপনার সমর্থক কতজন আছে। আপনি বড় বড় কথা বলছেন। আমাদের কথার যদি গুরুত্ব নাই থাকে তাহলে কেন বারবার ভিডিও বার্তা দিয়ে অবাঞ্ছিত কথা বার্তা বলেছেন।