নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমরা আসাবাদী কারন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য, মানুষের ভাল থাকার, শান্তি থাকার জন্য কাজ করেছেন, – নবদ্বীপে এসে বললেন অদিতি মুন্সি।
নির্বাচনের দিন ঘোষণা থেকেই প্রচারে জোর কদমে ঝাপিয়ে পরেছে শাসক বিরোধী সকলেই।
সকলেই তাদের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের দিয়ে দলীয় প্রার্থীদের প্রচার সারছেন।
বিরোধীরা যেমন তৃনমুলের বিরুদ্ধে নানা দূর্নিতীর ইস্যু নিয়ে ময়দানে নামছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা, ও পরিষেবা সাধারণ মানুষের কাছে তুলে ধরছে।
রবিবার নবদ্বীপ ব্লকের কানাই নগর থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো- এর আয়োজন করে তৃণমূল কংগ্রেসের তরফে।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সোনারপুরের তৃনমুল বিধায়ক অদিতি মুন্সি, ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পৌর পতি বিমান কৃষ্ণ সাহা, ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, তাপস ঘোষ সহ অনেকে ও অসংখ্য কর্মী সমর্থক।
সেখানেই সংবাদ মাধ্যমে র মুখোমুখি হয়ে অদিতি মুন্সিও এক প্রকার একই কথা বলেন,।
তিনি বলেন এই পঞ্চায়েত নির্বাচনে জেতার বিষয়ে সকলেই আশাবাদী, আমরাও আসাবাদী,
মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছেন, মানুষের শান্তিতে থাকার জন্য মানুষের ভাল থাকার জন্য কাজ করেছেন তাই আমরা আসাবাদী।
এদিন নবদ্বীপ ব্লকের কানাইনগর থেকে এই র্যালি শুরু হয়ে শিমুলগাছি হয়ে সরূপগঞ্জ এলাকায় শেষ হয়।
তবে নির্বাচনে তৃনমূল কংগ্রেসের এদিনের কর্মসূচীতে এত সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উপস্থিতি এটাই প্রমান করে বিরোধী দের করা কটাক্ষের চেয়ে তৃনমুল কংগ্রেস উন্নয়ন মূলক প্রাচারটাই এগিয়ে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
Leave a Reply