নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রত্যেক ব্লকেই একটি করে ডিসিআরসি হিসেবে একটি করে বিদ্যালয় বেছে নেওয়া হয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর পক্ষ থেকে। সেখানেই ভোট কর্মীদের প্রশিক্ষণ হয়েছে এর আগেই ।তারা জেলার বিভিন্ন ব্লকে নির্বাচনের ভোট গ্রহণ এ অংশগ্রহণ করবেন তারা। ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের ভোট গ্রহণ পর্ব । এদিন শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিসের অধীনস্থ ফুলিয়া বালিকা বিদ্যালয়ে চলছে ভোট গ্রহণ। জানা যায় তিন দিন চলবে তাদের এই ভোট গ্রহণ শেষ হবেআগামীকাল । জানা যায় বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে এই ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের ব্লক অবজারভার ।এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায়।