পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিলাবতী নদীর লাগুয়া মাছ মাঠে বোম তৈরির সরঞ্জাম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছাড়ালো পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের, কোল্লাকুড়শি গ্রাম লাগোয়া এলাকায় ,জানা গিয়েছে মাঠের মাঝখানে শিলাবতী নদী লাগোয়া, ভদারী পাল এলাকায় সোমবার গ্রামের মানুষজন মাঠে কাজ করতে এসে দেখেন, নদীর পারে একটি গাছের তলায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, বোমা তৈরির সরঞ্জাম, এমনকি অর্ধেক বাধা বোমা ও একটি দেখতে পাওয়া গিয়েছে, যাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় মানুষদের দাবি, প্রচুর বোমা মজুত করা হচ্ছিল এখান থেকে ।উল্লেখ্য কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা কল্লাকুড়শি গ্রামে, তৃণমূল ও নির্দলের মধ্যে একটা চরম উত্তেজনা রয়েছে। তার জন্যই ওই বোম তৈরির সরঞ্জাম নিয়ে বোম বাঁধার কাজে ব্যস্ত হয়েছিল দুষ্কৃতীরা, এমনটাই অনুমান স্থানীয়দের, যদিও গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।