রাজ্যে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টার প্রতিবাদী ও বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বর্ধমান শহরে বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন।

0
95

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যপাল কর্তৃক রাজ্যে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টার প্রতিবাদী ও বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বর্ধমান শহরে বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বহু কর্মচারী এই বিক্ষোভ শামিল হয়েছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জি বলেন, আমাদের রাজ্যের রাজ্যপাল রাজ্যে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি এবং আমাদের বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কে উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন তিনি ৩০ শে জুন অবসর গ্রহণ করেছেন। তারপর আমাদের কোন স্থায়ী উপাচার্য আর থাকলো না। তাই আমাদের স্থায়ী উপাচার্যের দাবিতেও এই প্রতিবাদ কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here