রায়নার-২ ব্লকের লোহাইবাজারে সিপিআইএম এর জনসভায় জ্বালাময়ী বক্তব্য রাখলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।

0
134

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চায়েত ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। পূর্ব বর্ধমান জেলার,রায়নার-২ ব্লকের লোহাইবাজারে সিপিআইএম এর জনসভায় জ্বালাময়ী বক্তব্য রাখলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। সোমবার শতরূপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন সিপিআইএম নিজের কোমরের বলে পঞ্চায়েত ভোট করবে কেন্দ্রীয় বাহিনীর বলে তারা ভোট করবে না। এর আগে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তারা দেখেছিলেন কেন্দ্রীয় বাহিনী ফিস্টি করছে আর তৃণমূল ছাপ্পা মারছে। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল আগে আক্রমণ  করতে এলে আমাদেরকে পিছিয়ে যেতে হতো। এখন সময় বদলেছে তৃণমূল আক্রমণ করতে গেলে তাদেরকে ব্যান্ডেজ নিয়ে ফিরে যেতে হবে। জ্যোতি বসু হরকৃষ্ণ কোনারের পার্টি করি আর তাই  গোটা রাজ্যজুড়ে সিপিআইএম  পাল্টা প্রতিরোধ করতে শুরু করেছে। যদি প্রকৃত ভোট হয় তাহলে সিপিআইএম জয়লাভ করবে। শতরূপ আরও বলেন, সিপিআইএম জিতলে যারা ৫০০টাকা পাচ্ছেন সেই সব মা বোনেরা ১০০০ টাকা পাবেন এবং যারা ১০০০ টাকা পাচ্ছেন তারা ২০০০ টাকা পাবেন, কারণ আমরা কোনো কাটমানি নি না। শতরূপ ঘোষ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েত  প্রার্থীদের জয়লাভ করার জন্য আহ্বান জানান। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বক্তব্য রাখেন শতরূপ। দুদিন আগে মীনাক্ষী মুখার্জির পর আবার কোলকাতা থেকে শতরূপ ঘোষ দক্ষিণ দামোদরে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেন সিপিআইএম কর্মীদের। বৃষ্টিতে অধিকাংশ  কর্মীরা উপস্থিত হতে না পারলেও শতরূপের  বক্তব্য শোনার জন্য অনেক মানুষ এসেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here