ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার চেংমারী সাপ্তাহিক হাটে তৃণমূল কংগ্রেসের সমগ্র হাট জুড়ে মিছিল।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পঞ্চায়েত ভোট আর মাত্র তিন দিন বাকি। নির্বাচনী প্রচারে শাসকবিরোধী সব দলই ব্যস্ত। তার মাঝে রাজা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার চেংমারী সাপ্তাহিক হাটে তৃণমূল কংগ্রেসের সমুগ্র হাট জুড়ে মিছিল টি অনুষ্ঠিত হয় এবং চ্যাংমারি গেট থেকে ভোঁদুরটারি ব্রিজ পর্যন্ত মিছিল করে এক পথসভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলম, রাজাডাঙ্গা অঞ্চল প্রধান আব্দুল মোতালেব,তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিন্টু রায়, ওয়ারেসুল হক সি পি আই এম এবং বি জে পি গোপন আঁতাত চলছে এটা মানুষ মেনে নিবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে মানুষ জোড়াফুল চিহ্নে ভোট দিবে বলে আশা ব্যক্ত করেন। হাট মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ এবং উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *